আজমিরা খাতুন কালিগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধি ঃ কালিগঞ্জের ইছামতি নদী থেকে পুলিশ এক অজ্ঞাতলাশ উদ্ধার করেছে। পুলিশের ধারনা অজ্ঞাত মহিলা মুসলমান। তার পরোনে ছিল বোরকা।তার আনুমানিক বয়স ৩০বছর।থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত্র ৮টার সময় বসন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ইছামতি নদীর চর থেকে অজ্ঞাত এই মহিলার লাশ উদ্ধার করে।নদী দিয়ে ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়।কালিগঞ্জ থানা পরিদর্শক ইস্রাফিল হোসেন ফোর্স নিয়ে মহিলার অর্ধগলিত লাশটি উদ্ধার করেছে।বৃহস্পতিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন।অজ্ঞাত মহিলার লাশটি দাফনের জন্য সাতক্ষীরা পৌর মেয়র এর নিকট হস্তান্তর করেছে। এই ঘটনায় মামলা নং৬, ৩০২,২০১,৩৪ধারায় কালিগঞ্জ থানায় অজ্ঞাত একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।