ওসমান গনি,লালমনিরহাটঃলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পাভেল ইসলাম(২২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তুষভান্ডার দৈখাওয়া সড়কের দলগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত পাভেল ইসলাম উপজেলার দলগ্রাম ইউনিয়নের বড়ন্তর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে বাজার করার জন্য দলগ্রাম বাজারে যাচ্ছিলেন পাভেল ইসলাম। বাজারের কাছে পৌছিলে দৈখাওয়াগামী ধান বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন