৭১ বাংলাদেশ প্রতিবেদকঃকালুরঘাটে রেলসহ সড়ক সেতুর দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার উদ্যোগ কালুরঘাট সেতুর পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেতুর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি, চট্টগ্রাম জেলার সভাপতি আবদুল নবী, সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, মোঃ জাহাঙ্গীর, অধ্যাপক কানাই লাল দাশ, মোঃ মছি উদ দোলা,অমৃত বড়ুয়া, জামাল আবদুল নাসের, পুলক দাস, স্বপন দত্ত, মোঃ আলী, সেহাব উদ্দিন সাইফু, অনুপম বড়ুয়া পারু ও প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন প্রায় শতাধিক বছরের পুরোনো কর্ণফুলী নদীর উপর নির্মিত কালুরঘাট সেতু ক্রমবর্ধমান মানুষ আর গাড়ীর চাপে জরাজীর্ণ। একমুখী এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। আধ ঘন্টা অথবা এক ঘন্টার দূরত্বের চট্টগ্রাম শহরে পৌঁছাতে লেগে যায় পাঁচ থেকে ছয় ঘন্টা। এই মানবেতর অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। কথিত উন্নয়নের জোয়ারে স্থবির হয়ে
আছে পুরো বোয়ালখালী ও পটিয়ার একাংশের জনজীবন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানুষের কষ্ট আর দূর্ভোগ নিয়ে রাজনীতি আর তামশা চায় না।
তাই কালুরঘাটে আধুনিকমানের নতুন রেল লাইনসহ সেতুর দাবী এখন গণদাবীতে পরিণত হয়েছে। এই দাবী বাস্তবায়নে কোন ধরনের টালবাহানা সহ্য করা হবে না। কালুরঘাটে রেলসহ সেতু নির্মাণের দাবীতে জনগণকে সাথে নিয়ে ভবিষ্যতে সি.আর.বি রেল ভবন ঘেরাও এবং কালুরঘাট সেতু অবরোধসহ আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।