৭১ বাংলাদেশ প্রতিনিধিঃগাউসিয়া কমিটি বাংলাদেশ’র চট্টগ্রাম জেলা আইনজীবী শাখা গঠন কল্পে বিজ্ঞ আইনজীবীদের এক প্রতিনিধি সম্মেলন ৭ আগষ্ট বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি অডিটরিয়ামে এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের সভাপতিত্বে এবং এড. দিদার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার। বিশেষ অতিথি ছিলেন নবনিযুক্ত ডেপুটি এটার্নি জেনারেল এড. আবুল হাশেম এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. ইফতেখার সাইমুল চৌধুরী। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. রফিকুল আলম, এড. মোহাম্মদ আক্কাস, এড. মাহফুজুর রহমান, এড. এসএম সিরাজদৌলা, এড. আজম খাঁন, এড. রাশেদুল আলম রাশেদ, এড. লোকমান হোসেন হাওলাদার, এড. এসএম অহিদুল্লাহ, এড. এনামুল হক, এড. আবু সাঈদ, এড. মোজাম্মেল হক ফারুকি, এড. হাবিবুল্লাহ রুমি, এড. দেলোয়ার হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, কোতোয়ালী সভাপতি আবুল হাশেম সওদাগর, চট্টগ্রাম কোর্টহিল কমিটির মোহাম্মদ আলমগীর, মহানগর শাখার এরশাদ খতিবী প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে এড. লিয়াকত আলীকে সভাপতি, এড. ফয়েজ উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং দিদারে আলমকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৭১ সদস্য বিশিষ্ট গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চট্টগ্রাম জেলা আইনজীবী শাখা গঠন করা হয়। বক্তাগণ বলেন, ইসলামের মূলধারা সুন্নিয়তের হেফাজত এবং নির্মল সূফিবাদের প্রধান ধারা সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার প্রচার প্রসারে দেশের বিজ্ঞ আইনজীবীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। গাউসুল আযম জিলানী (রা:)’র দ্বীনি মিশনের অন্যান্য সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র আইনজীবী শাখা সে লক্ষ্যে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বক্তাগণ কাশ্মীরের মুসলমানদের বাঁচাতে এবং তাদের আত্মনিয়ন্ত্রণনাধিকার ফিরিয়ে দিতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে।