মোঃ রউফুল আলমঃনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হলো অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা (ইন্টারফেস মিটিং- সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশান) অনুষ্ঠিত।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী, কিশোরগঞ্জ থানার শিশু বিষয়ক ডেক্স বিষয়ের সেবাদাতা, সেবা গ্রহিতা, সিভিএ কার্যকরী দল, সাংবাদিক, স্থানীয় সরকারী নেত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে কর্ম-পরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রুহুল আমীন অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জ। আরো উপস্থিত ছিলেন, ডা: মোঃ মেজবাহুল হাসান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম.হারুন-অর রশীদ, মোছাঃ নুরুন্নাহার বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার মি. অরবিন্দু সিল্ভেস্টার গমেজ, কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার, মি. পিকিং চাম্বু গং, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন, সানজিদা আনসারি, মি.মিন্টু বিশ্বাস, মি.শ্যামল মন্ডল, কৃষিবিদ মোছাঃ মাজেদা খাতুন মুন্নি, চাইল্ড প্রোডাকশন অফিসার মি. স য় লরেন্স মল্লিক ও মিস. মনি দিয়, এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রমুখ। পরিচালনায় সিভিএ কার্যকরী দলের সদস্যবৃন্দ।
প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য শেষে মুক্ত আলোচনা এবং অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্ম-পরিকাল্পনায় কাজের নাম: ১। শিশু বান্ধব কক্ষ থাকবে, শিশু বান্ধব কক্ষ সাজানো থাকবে। আলাদা রেজিস্টার বই থাকেবে ও নিয়মিত নথিপত্র রেজিস্টার বইতে সংরক্ষণ থাকবে, মানসিক সহায়তা, প্রাথমিক চিকিৎসা, শিশুর বয়স নিশ্চিতকরণ, মৌলিক চাহিদা। সম্পদ- উপকরণসমুহ: ক) শিশু বান্ধব কক্ষ,খ) চেয়ার-১০টি, টেবিল-১টি,গ) ব্যাগ, গল্পের বই,খাতা, কলম,ক্যালেন্ডার, ঘ) খেলনা, ঙ) রেজিস্টার খাতা, দেয়াল ঘড়ি, ব্যানার, ফেস্টুন, চ) টেলিভিশন ইত্যাদি। পরিশেষে এপি ম্যানেজার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।