রউফুল আলমঃনীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবন হল রুমে কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, সরকারী ও বে-সরকারী সহযোগী সংস্থার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়।কর্মপরিকল্পনা ও কমিউনিটি পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা ও প্রশ্ন- উত্তর পর্ব।
অনুষ্ঠানের উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার মি. পিকিং চাম্বু গং। উপস্থিত ছিলেন, মোঃ কামরুল হাসান, এপিসি মনিটরিং এন্ড ইভ্যালুশন অফিসার, নীলফামারী এপিসি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। কেল্ল্যাবাড়ী কাথলিক মিশনের ফাদার ইনচার্জ, ফা: বিদ্যা বর্ম্মন, উপ-সহকারী কুষি কর্মকর্তা, মোছাঃ নাছিমা বেগম, মোঃ মোকলেছার রহমান, পিটি কিশোরগঞ্জ। প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন, সানজিদা আনসারী, মিন্টু বিশ্বাস, শ্যামল মন্ডল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটি কিশোরগঞ্জের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ রউফুল আলম ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমুখ।
কর্মপরিকল্পনা ও বার্ষিক পর্যালোচনা সভায় উপস্থাপন করা হয়, পিএফএ (সকল ভিডিসি-এর) কর্মপরিকল্পনা টার্গেট ও অর্জন। অর্থবছর- ২০১৮ এপ্রিল, সেপ্টেম্বর ২০১৯-এর মার্চ পর্যন্ত। শিশুদের সাথে এফজিডি’র রিপোর্ট উপস্থাপন, কর্মপরিকল্পনার ফলে এলাকার কিকি পরিবর্তন হয়েছে, অংশীদারিত্ব কর্মপরিকল্পনায় আর কোন সংযোজন বা বিয়োজনের প্রয়োজন আছে কি? যৌথ পরিকল্পনা কার্যক্রম ও আরসি অন্তভূক্তি করণ প্রতিবেদনের মধ্যে গবাদি পশু পালন প্রশিক্ষণ, গরু বিতরণ, গবাদি পশু মনিটরিং ও তদারকি, ঋণদান কর্মসূচী ও সঞ্চয়করণ, মাসিক সভা নিয়মিতকরণ, গরুর ভ্যাকসিন নিশ্চিতকরণ, স্বাস্থ্য সম্মত পায়খানা প্রাপ্তির অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয়, পারিবারিক আয় বৃদ্ধিমূলক কার্যক্রম, বসতবাড়ি ও বাড়ির আঙিনায় সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ, সবজি বীজ বিতরণ, শিশুদের বাৎসরিক প্রতিবেদন প্রস্তুতকরণ (আরসি শিশু) শিশু অধিকার প্রাপ্তির বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, শিশু ফোরাম গঠন, আমিই পারি প্রচারাভিযান, হতদরিদ্র পরিবারের স্বপ্ন চিত্র, মাদকের ক্ষতিকর দিক নিয়ে উঠান বৈঠক, ক্ষুদ্র ব্যবসা বৃদ্ধিকরণ সম্পর্কে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ, বিভিন্ন সরকারী দিবস উদযাপন, চিটিপত্র লেখা ও প্রেরণ, স্পন্সরশীপ ২.০ প্রোগ্রামে অংশ গ্রহণ। পরিশেষে দেশ- মাটি- মানুষের কল্যাণে উন্নয়ন ভাবনা প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Discussion about this post