দেবিদ্বার প্রতিনিধি:কুমিল্লার চান্দিনায় রয়েল কোচের বাস থেকে ১৪৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ অনিক(২৮) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।
পুলিশি সুত্রে জানা যায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯ টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায় রয়েল কোচের একটি বাসে তল্লাসী চালিয়ে ১৪৬০ পিছ ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনা জড়িত থাকার দায়ে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক মাদক পাচারকারী অনিক কুমিল্লা জেলার কোতোয়ালী থানার চম্পকনগর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বলেন-মাদক পাচারকারী নতুন কৌশল অবলম্বন করে সিটের নিচে চুম্বকের মাধ্যমে প্যাকেটগুলো আটকিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন।
তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা অভিযান পরিচালনা করে ওই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হই।