মঙ্গলবার (২৫ সেপ্টম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মাদপুর সরকার বাড়িতে পানিতে ডুবে মৃত্যুবরন করেন। নিহতরা হলেন- মো. রহুল আমিন সরকার (৪২) এবং তার ৫ বছরের মেয়ে তাহমিনা আক্তার। রুহুল আমিন ঐ গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রহুল আমিন বাকপ্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলেন। মঙ্গলবার সকালে মেয়েকে পুকুরে গোসল করানো অবস্থায় তিনি মৃগী রোগে আক্রান্ত হন। এ সময় সে পানিতে তলিয়ে যায় এবং তার কোলে থাকা ৫ বছরের মেয়ে তাহমিনা আক্তারও ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় পুকুর থেকে উত্তোলন করে। এ ব্যাপারে এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সরকার জানান, নিহত রহুল আমিন সরকার বাকপ্রতিবন্ধী ও সহজ সরল প্রকৃতির লোক ছিলেন। তিনি দীর্ঘদিন মৃগী রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে মেয়েকে পুকুরে গোসল করাতে গিয়ে পনিতে ডুবে তাদের মৃত্যু হয়।
Discussion about this post