দেবিদ্বার উপজেলার সাইতলা গ্ৰামে ১১ ইং জুন শুক্রবার দুপুরে সাইতলা সার্বজনীন শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব, কালীমাতা মন্দির ও মহাশ্মশান উদ্বোধন করা হয়েছে।
সাইতলা হিন্দু পাড়া যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি বাবু সুখেন সরকারের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু সুধীর চন্দ্র সরকার-সভাপতি সাইতলা হিন্দুপাড়া কার্যনির্বাহী কমিটি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান ভূঁইয়া মুকুল-চেয়ারম্যান ১২ নং ভানী ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু মদন মোহন চক্রবর্তী- উপজেলা সহ-শিক্ষা অফিসার দেবিদ্বার ।
প্রধান অতিথি মোঃ নুরুজ্জামান ভূঁইয়া মুকুল-চেয়ারম্যান বক্তব্যে বলেন, দেবিদ্বার উপজেলার ভাণী ইউনিয়নে সাইতলা গ্রামে হিন্দু পাড়ায় নয়টি বাড়িতে প্রায় ৮৫০ জন হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করছে।সেখানে হিন্দু সম্প্রদায়ের কালীমাতা মন্দির ও মহা শ্মশানের নবনির্মাণে সাময়িক সহযোগিতা করতে পেরে আনন্দিত এবং ভবিষ্যতেও তিনি যে কোনো কর্মকাণ্ডে সহযোগিতা সহ পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
সভাপতি বাবু সুধীর চন্দ্র সরকারের বক্তব্যে বলেন, সাইতলা গ্ৰামে প্রাচীন আমলে নির্মিত প্রায় ২শ বছর আগের মঠখোলা সংলগ্ন সাইতলা সার্বজনীন শ্রী শ্রী কালী মাতা মন্দির ও মহাশ্মশান নব-নির্মান করা হয়েছে।
মোট ৪৫ শতাংশ জমির মধ্যে সরকারী খাস/দেবোত্তর জমি ৩২ শতাংশ, মায়ের ও মহাশ্মশান ভক্ত স্বর্গীয় চন্দ্র সূত্রধর এর পক্ষে অনিল চন্দ্র সূত্রধর ও শুশিল চন্দ্র সূত্রধর, স্বর্গীয় রঞ্জিত সূত্রধরের পক্ষে- খোকন চন্দ্র সূত্রধর ও গং রা ১৩ শতাংশ জমি দান করার পাশাপাশি সাইতলা হিন্দুপাড়া কার্যনির্বাহী কমিটি ও সাইতলা হিন্দু পাড়া যুব সংঘের সকল সদস্য/সদস্যাগনরা অক্লান্ত পরিশ্রম করে ও আর্থিক সহায়তা করে কালীমাতা মন্দির ও মহা শ্মশানের নব সূচনা করেন। এখন থেকে এই মহাশ্মশানে সাইতলা গ্রামসহ তথাপি অন্যান্য এলাকার হিন্দু সম্প্রদায়ের মৃত ব্যক্তিদেরকে ও দাহ্ করা হবে এবং সমাধি দেওয়া হবে
এ সময় উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বাবু মাখন লাল গোস্বামী- সহ-সভাপতি সাইতলা হিন্দুপাড়া কার্যনির্বাহী কমিটি, বাবু নিবাস চন্দ্র শর্মা- সহ-সাধারণ সম্পাদক সাইতলা হিন্দুপাড়া কার্যনির্বাহী কমিটি,বাবু অভিনাশ সরকার- সাধারণ সম্পাদক, বাবু হারাধন সরকার- কোষাধক্ষ্য সাইতলা হিন্দুপাড়া কার্যনির্বাহী কমিটি, বাবু হরিলাল গোস্বামী, বাবু মনিন্দ্র গোস্বামী,সাইতলা ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, আবুল হাশেম, আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ, ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ সহ আরো অনেকে।
Discussion about this post