তপু রায়হান রাব্বী, (ময়মনসিংহ) প্রতিনিধিঃনাম্বারে ফোন করে জানা যাবে কৃষি তথ্য সেবা দেশব্যাপী ই-কৃষি সেবা সম্প্রসারণের লক্ষ্যে ডিজিটাল প্লাটফর্ম ‘কৃষি বাতায়ন’ ও ‘কৃষকবন্ধু ফোন সেবার’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সেবার মাধ্যমে এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমে 3331 এ ফোন করে কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন কৃষকরা। আজ ২৮শে ফেব্রুয়ারী রোজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দুটি সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল পদ্ধতি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সেজন্য কৃষি বাতায়ন করা হয়েছে। কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য যেন কৃষকরা সংগ্রহ করতে পারেন সেজন্য কৃষকবন্ধু ফোনসেবা কর্মসূচি করতে যাচ্ছি। কৃষকরা বিভিন্নভাবে উপকৃত হবেন। ডিজিটাল পদ্ধতি দিয়ে যেন কৃষকরা সুযোগ-সুবিধা পায় এবং উৎপাদন বাড়াতে কী করণীয় জানতে পারে সে জন্যই এ ব্যবস্থা।’ প্রধানমন্ত্রী বলেন, ‘3331 নম্বরে যে প্রশ্নগুলো আসবে সেগুলো সংগ্রহ করতে হবে। কিছু প্রশ্ন বারবার আসবে। সেগুলো রেকর্ড করে রাখলে স্বয়ংক্রিয়ভাবে কৃষক পেয়ে যাবেন। সেটা প্রবর্তন করার জন্য জয়ের কাছে (প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়) জানলে পরামর্শ দিতে পারবে। এটা কঠিন কাজ হবে না। তাতে সময় বাঁচবে। আমাদের কর্মকর্তাদেরও তটস্থ থাকতে হবে না।’ মোবাইল ফোন কেবল গল্প করার জন্য নয় জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল সেন্টারে গিয়ে কৃষকরা যেন তথ্য সংগ্রহ করতে পারেন সেটাও লক্ষ্য রাখতে হবে। এখান থেকে উৎপাদিত পণ্যের বাজার দর জানা যাবে। কেউ কৃষকদের ঠকাতে পারবে না। ফোনে তারা মূল্য জেনে নিতে পারবেন। শুধু কৃষি সেবা নয়, খাদ্য উৎপাদন বাড়াতেও এই পদ্ধতি উপযোগী। কৃষি শিক্ষা নিয়ে কৃষি কাজে যাওয়া যাবে না, এই মনোভাব থাকা উচিত না।’ যারা মাটিতে সোনা ফলায়, ফসল ফলায় সেই কৃষকদের যথাযথ মূল্যায়ন করতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আরও বলেন, ‘খাদ্য নিরাপত্তা দেওয়া, ক্ষুধার্ত মুখে খাদ্য জোগানোর চেয়ে বড় কাজ কিছু হতে পারে না। সেজন্য আধুনিক পদ্ধতি ব্যবহার করছি।’ এ সময় সবাই মিলে জাতির জনকের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আশাও প্রকাশ করে প্রধানমন্ত্রী
Discussion about this post