জনতার কলামঃতজুমদ্দিন হাজারো মানুষের মধ্যে রয়েছেন, সাধারন অসহায় গরিবের চোখের নয়নের মনি হেলাল উদ্দিন দর্জি। তজুমদ্দিনের অসহায় গরিব মানুষের কাছ থেকে জানা যায় সব সময় অসহায় গরিব মানুষের আপদে বিপদে পাশে পান তাকে। আজকাল সবাই বাহিরের রূপটাকে দেখে, কেউ কখনো ভিতরের রূপটাকে দেখার চেষ্টা করে না। যেমন করে লালমোহন ও তজুমদ্দিনের হাজারো মানুষের আপদে বিপদে পাশে পান নুরুন্নবী চৌধুরী শাওন কে। তেমনি হেলাল উদ্দিন কেও তজুমদ্দিনের অসহায় মানুষের পাশে পান বলে জানিয়েছেন এলাকার জনগণ। এব্যাপারে জনগনকে জিজ্ঞাসা করলে জনগন বলেন হেলাল উদ্দিন টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারলেও নিজের পায়ে হেঁটে মেধা শ্রম দিয়ে পাশে থেকে সাহায্য করার চেষ্টা করেন তিনি। টাকা পয়সা ধন-দৌলত না থাকলেও রয়েছেন বুক ভরা হাজারো মানুষের জন্য ভালোবাসা। আরো জানান, হেলাল জন্ম নিয়েছেন আমাদের মতন অসহায় মানুষের ঘরে, তার জন্য অসহায় গরিব দুঃখী মানুষের কষ্ট কে অনুভব করতে পারেন তিনি। অসহায় গরিব মানুষকে সব সময় সাহায্য করার চেষ্টা করে যাচ্ছেন তিনি। তারা এই প্রসঙ্গে বলেন গরিব গরিবের কষ্ট বুঝে।