শুক্রবার(২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে তারা কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ভারতের কলকাতার গাঙ্গলী ষ্টেডিয়ামে ২৮ ফেব্রুয়ারি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
দলনেতা জানান, ভারতের কলকাতার বেহেলা ক্রিকেট টিমের আমন্ত্রনে তারা ভারতে যাচ্ছেন। কলকাতাতে প্রতিবছর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। সেখানে বিভিন্ন দেশ থেকে খেলোয়ারেরা অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় অংশ গ্রহনের মাধ্যমে ছেলেরা ভাল কিছু শিখতে পারবে। পাশাপাশি ভালো খেলা উপহার দিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনবেন এমনটি প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি ।