খাগড়াছড়ির মানিকছড়িতে বিপুল পরিমান অস্ত্র ও গোলা বারুদ সহ পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন মগ পার্টির ৫ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
গত কয়েকদিন ধরে মানিকছড়ি-ফটিকছড়ি সীমান্তে মগ পার্টি সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন।
শুক্রবার মধ্যরাতে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুনের নেতৃত্বে তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযানে অংশগ্রহণ করে। এসময় মানিকছড়ি সাব জোনের আওতাধীন বটতলী এলাকার রমজান আলীর বাড়ি থেকে অস্ত্র ও গোলা বারুদ সহ পাঁচ সন্ত্রাসীকে আটক করে সেনা সদস্যরা।
জানা যায়, রমজান আলীকে জিম্মি করে গত তিনদিন ধরে তার বাসায় অবস্থান নিয়ে এ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল তারা। অভিযানে ৪টি মর্টার, ১টি একে ৪৭, ১টি এম ওয়ান, ১টি এলজি লং ব্যারেল, ১টি পয়েন্ট ২২ মি: মি: রাইফেল, ১টি চায়না পিস্তল, ১টি এলজি শর্ট ব্যারেল, ২টি ওয়াকিটকি, মাইন তৈরীর সরঞ্জাম, ভারতীয় রুপি, ৬৭ রাউন্ড গোলা বারুদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সূত্র জানায় আটককৃত সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়া শেষে পুলিশে হস্তান্তর করা হবে।
Discussion about this post