পুনম শাহরীয়ার ঃখালেদা জিয়ার কারাবরণ আদালতের রায়ে, এতে সরকারের কোন হাত নেই – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাবরণ আদালতের রায়ে হয়েছে। আদালতের রায়ে কেউ সন্তুষ্ট না হলে আপিল করতে পারবেন। তার কারাবরণ ব্যাপারে সরকারের কোন হাত নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি। শনিবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী আদর্শ মহাবিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন, নবীনবরণ , ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। বড়ইবাড়ী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোঃ খোরশেদ আলম, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াহাব মিয়া, চাপাইর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুজ্জামান সেতু প্রমূখ।
Discussion about this post