মিজানুর রহমানঃদাকোপ উপজেলা নবাগত নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের নিকট দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ। ২৫ নম্বেবর বুধবার সকাল ১০ টার দিকে দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে দায়িত্ব গ্রহন করেন নবাগত নির্বাহী অফিসার শ্রী মিন্টু বিশ্বাস।
এর আগে তিনি ২০১৯ সালের ৪ মার্চ কাশিয়ানীতে উপজেলা ভুমি অফিসে সহকারী কমিশনান হিসােবে নিযুক্ত ছিলেন।মাত্র এক বছরে পাল্টে দিয়েছিলেন ভুমি অফিসের চিত্র।সচ্ছ ও জবাব দিহিতা মুলক ভুমি সংক্রান্ত সেবা নিশ্চিত করে সেবা গ্রহীতাদের কাছে উপজেলা ভুমি অফিস কে আস্হা ও গ্রহন যোগ্যতা করে তুলে ছিলেন।
তিনি নিয়মিত তদারকি, সরাসরি অভিযোগের ভিত্তিতে দ্রুত মিসকেস নামজারি জমাভাগ খারিজ সংক্রান্ত মামলা শুনানির মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে নিস্পতি করতেন।এর পর তিনি গোপালগন্জ জেলা প্রশাসকের কার্য্যালয়ে পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে যোগদান করেন।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্য্যালয়ের গত ৫ নম্বেবর এক পত্রে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মিন্টু বিশ্বাস ববুধবার দায়িত্ব গ্রহন করে কর্মস্হলে যোগদান করেন।
Discussion about this post