তপু রায়হান রাব্বী, জেলা প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রীপরিষদ বিভাগের, প্রজ্ঞাপন আজ ১৪ই মার্চ ২০১৮ তারিখ রোজ বুধবার। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে জানানো যাচ্ছে যে, সরকার এই মর্মে সিন্ধান্ত গ্রহণ করেছে যে ১২ই মার্চ ২০১৮ তারিখ রোজ সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় আকস্মিক বিমান দূর্ঘটনায় বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা বিএম ২১১ নম্বর ফ্লাইটটি বিব্বন্ত হয়ে মর্মান্তিক ভাবে নিহত দেশ-বিদেশী ৫১ জন আরোহীর বিদেশী আন্তার শান্তি কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমার্মিতা প্রকাশের লক্ষ্যে আগ্রামী ১৫ মার্চ ২০১৮ তারিখ রোজ বৃহস্পতিবার ০১ (এক) দিনের রাষ্ট্রীয় পর্যায়ে শোক পালন করা হবে। উক্ত দিবসে বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান / ভবনসমূহে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা আর্ধনমিত থাকবে।