রউফুল আলমঃনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাধীন ১ নং বড়ভিটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেলাবর গ্রামের শান্তিকামী, সজাগ, সচেতন আইনের প্রতি শ্রদ্ধাশীল জনসাধারণ ও সনাতন ধর্মের পূজারী ব্যক্তিগণ রেকর্ডীয় রাস্তা অবৈধ্য দখলদার ব্যক্তিগণের হাত থেকে রক্ষাকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গণ আবেদন উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দেন।
জানা যায়, মেলাবর গ্রামের বাঘপাড়া এলাকায় ৫ হাজার লোকের বসবাস। বাঘপাড়া সাইট ক্যানেল হতে কাঁঠালের কুড়া সংলগ্ন শ্মশানঘাট, শিব মন্দির, কালী মন্দ্রির রয়েছে। চলাচলের কাঁচা এ রাস্তাটি পাশ্ববর্তী কৈমারী ইউনিয়ন সংলগ্ন ১ কিলোমিটার যা’ অতীব ও গুরুত্বপূর্ণ। উক্ত রাস্তা দিয়ে ওই এলাকার স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীসহ পার্শ¦বর্তী এলাকার জনসাধারণ চলাচল করে। দেখা যায়, রাস্তাটি বেশিরভাগ অংশে রাস্তা সংলগ্ন জমির মালিকগণ গায়ের জোরে নিজ খেয়াল খুশিমতো রাস্তা কেটে জমিতে পরিণত করেছেন। ফলে রিক্সা- ভ্যান চলাচল করতে নানান ধরণের সমস্যা ও দুর্ঘটনার সম্মুখীন হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ কামনা করে এলাকার মান উন্নয়নসহ সর্বস্তরের জনগণ গণ আবেদন করেন। আবেদনে দাবী জানান, রাস্তাটি রক্ষাকল্পে সরকারী সার্ভেয়ার দ্বারা রাস্তাটি মেপে সংষ্কার করবেন।