বোয়ালখালী প্রতিনিধিঃ গৃহবধূ জোবাইর মোস্তফা চুমকি হত্যার বিচারের দাবিতে বোয়ালখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় নানা গোলাম মোস্তফার কোলে চড়ে মানববন্ধনে আসে চুমকির দুই বছর বয়সী শিশু সন্তান আদিল। এ সময় আদিল ফ্যাল ফ্যাক করে চারদিকে চেয়ে থাকে। তার এই উদাস হয়ে থাকায় উপস্থিত সকলের চোখ অশ্রুসজল হয়ে উঠে। বোয়ালখালী শিল্পী সংস্থা ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বোয়ালখালী শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ গ্রহণ করেন। বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী শিল্পী সংস্থার সভাপতি নাট্যকার হামিদুল হক শিকদার, সাধারণ সম্পাদক মো. ইউচুপ, আওয়ামী লীগ নেতা এমএস আলম, জসিম উদ্দিন, আসক বোয়ালখালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, দপ্তর সম্পাদক কাজী তমিজ উদ্দিন, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মৃদুল বড়ুয়া, নারী নেত্রী নার্গিস, সাজেদা বেগম সাজু, শ্রমিক লীগ নেতা মো. সেলিম, মো. কামাল উদ্দিন, যুবদল নেতা মো. সিরাজ, ছাত্রলীগ নেতা এসএম কাজেম, পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি সমীর চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধীর দে, নাট্যকার অশোক বড়ুয়া, নিরঞ্জন চক্রবর্তী, হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা শামসু, রফিক প্রমুখ। উল্লেখ্য, গত ১৪ নভেম্বর পটিয়া উপজেলার কসুমপুরা বিনিহারা গ্রামে শ্বশুর বাড়ি থেকে জোবাইর মোস্তফা চুমকির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।নিহত চুমকি বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট এলাকার গোলাম মোস্তাফার একমাত্র কন্যা। ২০১৫ সালে পটিয়া উপজেলার কুসুমপুরা বিনিহারা গ্রামের জাফর আহমদের ছেলে মো. খোরশেদ আলম জুয়েলের সাথে বিয়ে হয় চুমকির। তাদের সংসারে পাঁচ মাস বয়সী আদিলের জন্ম। চুমকির পিতার অভিযোগ, চুমকিকে প্রায় সময় নির্যাতন করতো শ্বশুর বাড়ির লোকজন।