ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অনিল কুমার সেনের রামনাথ হাটস্থ হাস্কিং মিলে প্রয়াত রাম মহন বমর্ন এর পুত্র নাইট গার্ড নিধুরাম বর্মনের (৬৭) খুনের আসামী শাহ আলম ওরফে পুতু গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, শাহ আলম ওরফে পুতু একজন ঋণগ্রস্থ ব্যক্তি। ঘটনার দিনে শাহ আলম ওরফে পুতু মাছ ধরতে যাওয়ার পথে পূর্ব পরিচিত নিধুরাম বর্মনের নিকট ১০০০ টাকা হাওলাত চায়। নিধুরাম বর্মন বেতন না পাওয়ায় টাকা দিতে অসীকৃতি জানালে শাহ আলম নিধুরামকে খুনের পরিকল্পনা করে। পরে শাহ আলম তার নিজ বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে রাত সারে ১২ টায় নিধুরামকে হত্যা করে নিধুরামের সেমফনি মোবাইলটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইলের সূত্র ধরে আসল খুনিকে গ্রেফতার করতে সক্ষম হন।
এ ব্যাপারে ঘাতক শাহ আলম ওরফে পুতু ৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। উল্লেখ্য, গত বুধবার ১ (আগস্ট) বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে। উক্ত মিলের ম্যানেজার দিপাল চন্দ্র ২ (আগস্ট) বৃহস্পতিবার সকালে মিলে গিয়ে নাইট গার্ডকে রক্তাত্ত বস্তায় পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনা স্থলে ছুটে আসে।
ঘটনার তদন্ত অফিসার এস আই তসির উদ্দীন জানান, নিধুরাম খুনের ধারালো অস্ত্রটি খুনির জবানবন্দি অনুযায়ী পুকুর থেকে উদ্ধারের চেষ্টা চলছে। রুহিয়া থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় সংবাদ মাধ্যমকে জানান, ঘটনার ১৫ দিন পরে হলেও খুনিকে গ্রেফতার সহ খুনের যাবতীয় মোটিভ উদ্ধার করতে পারায় রুহিয়া বাসীর মনে স্বস্থি ফিরে এসেছে।