পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ বহুদিনের। পুলিশ এবং ঘুষ শব্দ দুটি সমান্তরালে চলে। ননাজায়গা থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কিন্তু সেই দিন শেষ। এখন পুলিশদের ঘুষ নেওয়া রুখতে এক অভিনব পন্থা নিল কেনিয়ার সরকার। পুলিশের ইউনিফর্মে আর পকেট থাকবেনা। ঘুষ নেওয়া রুখতে এমনটাই সিদ্ধান্ত নিল কেনিয়া সরকার।
সরকারের তরফে জানানো হয়েছে, ঘুষ নিয়ে রাখার জন্য আর পকেটই থাকবেনা সুতরাং ঘুষ নেওয়ার প্রবণতাও অনেক কমে যাবে ।