চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল ৫ ই জুন, মঙ্গলবার নগরীর এশিয়ান এস আর রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলাম আকবর চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সালামত আলী, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধূরী, বিশেষ অতিথি ছিলেন বনপা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা লায়ন আবু তাহের ।
চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মিজানুর রহমান মাসুদের সঞ্চালনায় ও মোঃ মিজানুর রহমানের কোরান তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ,উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নির্বাহী সভাপতি সোলায়মান মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, যুগ্ম-সম্পাদক নুরুল কবির দুলাল, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম,পার্লামেন্ট নিউজ প্রতিনিধি মাহবুবুর রহমান।উক্ত ইফতার মাহফিলে বক্তারা বলেন , বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে অনলাইন গণমাধ্যম কর্মীরা নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আওতাধীন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সময়োপযোগী কার্যক্রম ইতোমধ্যে নগরবাসীর দৃষ্টি আকর্ষণের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি
Discussion about this post