৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক বসার কথা রয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সমর্থন পেতে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪০৬ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে।
এর আগে মনোনয়ন বোর্ডের সভায় মেয়র পদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে ।