ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরবাসীর নিরাপত্তায় মোতায়েন থাকবে ৫ হাজার পুলিশ সদস্য। ঈদ জামাতগুলোকে ঘিরে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
সোমবার (১১ জুন) এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।
পুলিশ কর্মকর্তা আমেনা বেগম বলেন, নগরবাসীর নিরাপত্তায় মোতায়েন থাকবে ৫ হাজার পুলিশ সদস্য । গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে আমরা বিশেষ ব্যবস্থা নেব। নগরের বাসিন্দারা অনেকে ছুটিতে যাবেন। চুরি, ডাকাতির বিষয়টি মাথায় রেখে আমরা বাসাবাড়ির নিরাপত্তার বিশেষ ব্যবস্থা রাখবো।
ফাঁকা বাসায় স্বর্ণালঙ্কার, টাকা ও মূল্যবান জিনিসপত্র না রাখার পরামর্শ দেন আমেনা বেগম।
আমেনা বেগম বলেন, ঈদ আসলে ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। আমরা এবার এসব নজরে রেখেছি। এখনো পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে।
নগরের ব্যস্ত এলাকা ও শপিংমলগুলো ঘিরে নিয়মিত পুলিশ সদস্য ছাড়াও সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সদস্য মোতায়েন আছে বলে জানান তিনি।
Discussion about this post