চট্টগ্রামে বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে নালিশি মামলা করেছেন এক কলেজছাত্রী।
অভিযুক্তের নাম তাওহিদুল ইসলাম। তিনি নগর পুলিশের বায়েজিদ বোস্তামী থানায় শিক্ষানবিশ এসআই হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে মামলাটি করেন নগরের বাকলিয়া এলাকার এক কলেজছাত্রী।
বাদীর আইনজীবী রুবেল পাল জানান বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে করা মামলাটি তদন্তের জন্য আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়, ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ওই তরুণীর বাসায় গৃহশিক্ষক ছিলেন তাওহিদুল ইসলাম। একপর্যায়ে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
Discussion about this post