৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে `ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে` বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। তখন থেকে প্রতিবছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে।
সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এ দিবসটিতে।
‘কিপিং পাওয়ার ইন চেক: মিডিয়া, জাস্টিজ অ্যান্ড রোল অব ল’ এই শ্লোগানকে সামনে রেখে পৃথিবীর বিভিন্ন দেশে এবার এই দিবসটি পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাংবাদিকরা ও তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এই দিবসটি পালন করতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে । চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব সহ গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে।
চট্টগ্রাম নগরীর মুসলিম হল সংলগ্ন মুসাফিরখানা, মসজিদ মার্কেট (৩য় তলায়) চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ,সংগঠনের নব-নির্বাচিত সভাপতি গোলাম আকবর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সোনালী নিউজ ২৪ ডটকমের সম্পাদক শাহাদাৎ হোসেন আশরাফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মঞ্জুরুল করিম সুমন, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মো: হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য মো: শহিদুল ইসলাম, সকালের বার্তা সম্পাদক চৌধুরী মুহাম্মদ রিপন, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক মোবারক হোসেন ভূইয়া, মহিলা বিষয়ক সম্পাদক মুনমুন আহমেদ, কার্যনির্বাহী সদস্য মো: শাহরিয়ার রিপন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি জেপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক সোমিয়া সালাম, কার্যনির্বাহী সদস্য মো: জাহেদ সুলতান চৌধুরী রবীন, ” দৈনিক ৭১ বাংলাদেশ এর সম্পাদক-প্রকাশক শেখ সেলিম”,মোশাররফ হোসেন সরকার, সুলতান মিজানুর রহমান ভূইয়া, সিটিজি ক্রাইমের মো: সাদ্দাম হোসেন, নান্দনিক চট্টগ্রামের সম্পাদক আবদুল হান্নান হীরা্ ,সিটিজি কন্ঠ ডটকমের সম্পাদক এম আর আমিন, মো: আকতার হোসাইন হেলালীি, মোহাম্মদ রোকন উদ্দিন জয়, মো: নূরউদ্দিন, ফসিউল আলম খোকন প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের বিভিন্ন দাবী দেওয়া আদায় করতে গিয়ে ও সমাজের সত্য ঘটনা উদঘাটন করতে গিয়ে জীবন দিয়েছেন যারা তাদের স্মরণে রুহের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন। পরিশেষে ৫২‘র ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের স্মরণে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
Discussion about this post