চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িতে বিএনপির নেতা কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওযা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন পুলিশ ও বিএনপি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় বিএনপির ৭ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কাজির দেউড়ি বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজামউদ্দিন বলেন, বিএনপির পূর্ব নির্ধারিত প্রতিষ্ঠাবার্ষিকীর সভা ছিলো । এতে বিএনপির অনেক নেতাকর্মী যোগ দেন। হঠাৎ করে তারা বিনা উস্কানিতে পুলিশের উপর হামলা শুরু করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে।
সূত্র জনায় এদের অনেকেই পূর্বের মামলার আসামি।