৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর কুতুবে আলম শাহেন্ শাহে আদালত হযরত আমানত খাঁন শাহ (রহঃ)’র বার্ষিক ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদায় হযরত আমানত খাঁন শাহ ( রহঃ) দরবারে০২/০৮/২০১৯ অনুষ্ঠিত হয় ।
উক্ত ওরশ শরীফে হযরতের ফয়েজ পাওয়ার আশায় চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আশেক-ভক্ত ছুটে আসেন এবং ইবাদত বন্দেগীতে সারারাত কাটিয়ে দেন । উক্ত ওরশ শরীফে শুক্রবার দিবারাত্রি জাতি ধর্ম নির্বিশেষে অগণিত আশেক-ভক্তের মিলনমেলায় পরিপূর্ণ হয় দরগাহ প্রাঙ্গন সহ সংলগ্ন পুরো রাস্তাঘাট ।
সারারাত নামাজ, খতমে কোরআন, জিকিরে মাহফিল ও সর্বোপরি সকালে ফজর এর নামাজের পর সকল আশেকভক্ত ও বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাতের মধ্য দিয়েই ওরশ শরীফের আনুষ্ঠানিকতা সমাপ্তি হয় ।