নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোডের পুরাতন রেল স্টেশন থেকে নতুন রেল স্টেশনের প্রবেশপথ পর্যন্ত ফুটপাতের ওপর গড়ে উঠা চোরাই মার্কেটে অভিযান চালিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার পরিচালিত এই অভিযানে ৪৫টি চোরাই মোবাইলসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুমন (২৯), সাখাওয়াত হোসেন বাহার (৪০), মো. রাসেল (২৬), রফিকুল ইসলাম (৩৩), শাহ আলম (৩০) ও মো. মাসুম (৩২)।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমনের কাছ থেকে ১১টি, সাখাওয়াতের কাছ থেকে ১৩টি, রাসেলের কাছ থেকে ৭টি, রফিকুলের কাছ থেকে ৭টি, শাহ আলমের কাছ থেকে ৫টি ও মাসুমের কাছ থেকে দুটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা উক্ত মোবাইলগুলো বিভিন্ন ছিনতাইকারী ও অপরাধীচক্রের কাছ থেকে কিনে অধিক মূল্যে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করেছিল। জব্দকৃত মোবাইলগুলো নিউমার্কেট ও রেলস্টেশন কেন্দ্রিক বিভিন্ন ছিনতাইকারী ও চোরদের কাছ থেকে কেনার কথা তারা স্বীকার করেছে।
এ ঘটনায় কোতোয়ালী থানার এসআই মো. মোমিনুল হাসান বাদী হয়ে দণ্ডবিধির ৪১৩ ধারায় মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি নেজাম।
Discussion about this post