বিশেষ প্রতিবেদকঃচট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার একটি দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে নগদ ৫ লাখ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চক্র। সোমবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার সময় অলি খাঁ মসজিদ সংলগ্ন আনাস টেলিকমে এ চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূইয়া বলেন, দুপুরে ক্যাশ ড্রয়ারে নগদ ৫ লাখ ৮০ হাজার টাকা রেখে নামাজ আদায় করতে যান দোকান মালিক তৌহিদ। নামাজ পড়ে এসে দেখে কে বা কারা ড্রয়ার ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়। তিনি আরও বলেন, পরে ভুক্তভোগী তৌহিদ থানায় একটি লিখিত অভিযোগ করেছে। সিসিটিভি ফুটেজ বের করে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Discussion about this post