বিশেষ প্রতিবেদকঃঢাকার রাস্তায় মেগা ব্র্যান্ডের সিএনজি থ্রি হুইলার গাড়ির রুট পারমিট নিয়ে দেয়ার কথা বলে সাইফুদ্দিন নামে চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট কেসিএস লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম।
সোমবার (১৩ জুলাই) প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ এনে নগরীর ডবলমুরিং থানায় শাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ব্যবসায়ী সাইফুদ্দিন।
গাড়ির টায়ার ও যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মেগা মোটরর্সের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষেই মামলাটি দায়ের করেন তার আপন ভাই ব্যবসায়ী সাইফুদ্দীন।
ব্যবসায়ী সাইফুদ্দিন ও মোহাম্মদ জাহাঙ্গীর মিরসরাই উপজেলার ৮ নং ওয়ার্ডের মৃত সায়েদুল আলমের ছেলে।
মামলার এজহার সুত্রে জানা যায়, রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট কেসিএস লিমিটেডের চেয়ারম্যান শাহেদ ২০১৭ সালের ২২ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৭ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে সাইফুদ্দীনের ভাই ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের কাছ থেকে ৯১ লাখ ২৫ হাজার টাকা গ্রহন করে তাহা আত্মসাৎ করেন।
ব্যবসায়ী সাইফুদ্দিন বলেন শাহেদ নিজেকে বড় ব্যবসায়ী ও বড় রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে গাড়ি চলাচলের জন্য রুট পারমিট নিয়ে দিবে বলে তার ভাইয়ের কাছ কাছ থেকে ব্যাংকের মাধ্যমে ও নগদে মোট ৯১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেন। বিষয়টি স্পষ্ট হওয়ার পর তার সাথে যোগাযোগ করলে বিষয়টি মীমাংসা করারও আশ্বাস দেন। কিন্তু টাকা আত্মসাতের বিষয়টি সাহেদ আর মীমাংসা করেনি। তাই তার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগে নগরীর ডবলমুরিং থানায় মামলা করেছি।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাস বলেন, রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট কেসিএস লিমিটেডের চেয়ারম্যান শাহেদসহ ২ জনের বিরুদ্ধে ৯১ লাখ ২৫ হাজার টাকা প্রায় ১ কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিকেও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
Discussion about this post