বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এই মেলায় থাকবে দেশী বিদেশী চার শতাধিক স্টল। চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ৬ মার্চ বুধবার
মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি দুপুরে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান নুরুল নেওয়াজ সেলিম এসব তথ্য জানান।এবারই প্রথম অনলাইন ও এসএমএস এর মাধ্যমে মেলায় প্রবেশের টিকেট কেনার সুযোগ রাখা হয়েছে৷
চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে বুধবার ৬ মার্চ দুপুর তিনটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে । মাসব্যাপি এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী । বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম ১১ আসনের সাংসদ এম এ লতিফ।
ভারত, ইরান, থাইল্যান্ড, কোরিয়ার বিভিন্ন শ্রেণীর প্যাভিলিনসহ ৪ লক্ষ বর্গফুটের এই মেলায় ২২ টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, ২ টি প্রিমিয়ার প্যাভিলিয়ন,১৮০ টি প্রিমিয়ার মেগা স্টল, ২০ টি প্রিমিয়ার গোল্ড স্টল,১০ টি প্রিমিয়ার স্টল, ৬ টি স্ট্যান্ডার্ড স্টল ও ২ টি রেস্টুরেন্ট, পার্টনার – কান্ট্রি থাই জোন ও ৪ টি আলাদা জোন নিয়ে ৪৫০ এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহন করছে। যার মাধ্যমে দেশীয় পণ্যে দেশ-বিদেশের বাজার সৃষ্টি হবে।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় কলাপাতা থেকে কীভাবে ফাইবার হয় সেটি প্রদর্শন করা হবে। এছাড়াও র্যাব- পুলিশের সার্বক্ষণিক একাধিক টিমের পাশাপাশি অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের গাড়ী মেলা প্রাঙ্গনে থাকবে। মেলায় আগতদের চিকিৎসা সেবা দিতে ইসলামী ব্যাংক হাসপাতাল ও এপিক হেলথ কেয়ার এর ক্যাম্প থাকবে। সেই সাথে মেলা প্রাঙ্গনে একটি বেসরকারী ব্যাংকের অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে৷
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ স্বপন, জামাল আহমেদ, মোস্তাফা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন৷