৭১ বাংলাদেশ প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাটে তিনটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (০২ মার্চ) সকাল ১০টায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আবদুল মান্নান জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন থেকে তিনটি ও আগ্রাবাদ থেকে তিনটি অগ্নিনিবার্পণ গাড়ি পাঠানো হয়। তৈয়বিয়া সল্ট, ডলফিন সল্ট ও ইছা-মুছা সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর ১২টা নাগাদ ড্যাম্পিং (ছাইচাপা আগুন নেভানো) সম্পন্ন হয়। তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে সেমিপাকা ও কাঁচা ঘর কারখানা পুড়ে গেছে। এ ছাড়া কিছু অশোধিত লবণ পানিতে গলে গেছে। সব মিলে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে ।
Discussion about this post