বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এটিএন বাংলার বিবাগীয় প্রধান আলহাজ আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইএর ব্যুরো প্রধান ফরিদ উদ্দিন চৌধুরী (চৌধুরী ফরিদ) জয়ী হয়েছেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। গণনা শেষে রাত সাড়ে ৯টায় ভোটের ফল ঘোষণা করেন নির্বাচনী কমিটির কমিশনার ওমর কায়সার।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে এটিএন বাংলার ব্যুরো প্রধান আলহাজ আলী আব্বাস ১২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন দৈনিক পূর্বকোণের ফিচার সম্পাদক এজাজ ইউসুফী।
সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা ১৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন আসিফ সিরাজ।
সহ-সভাপতি পদে এটিএন বাংলার ডেপুটি প্রধান মনজুর কাদের মনজু ১৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন দৈনিক সংবাদের ব্যুরো প্রধান নিরুপম দাশগুপ্ত।
সাধারণ সম্পাদক পদে চ্যানেল আই’র ব্যুরো প্রধান ফরিদ উদ্দিন চৌধুরী (চৌধুরী ফরিদ) ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাশ।
যুগ্ম সম্পাদক পদে দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক নজরুল ইসলাম ৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন দেশ টেলিভিশনের ব্যুরো প্রধান আলমগীর সবুজ।
অর্থ সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক ১১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন দৈনিক সমকালের তৌফিকুল ইসলাম বাবর। সাংস্কৃতিক সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের রূপম চক্রবর্তী ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন শাহ আজম।
ক্রীড়া সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের দেবাশীষ বড়ুয়া দেবু ১২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন দৈনিক সমকালের রুবেল খান। গ্রন্থাগার সম্পাদক পদে রাশেদ মাহমুদ ৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন মো. শহিদুল ইসলাম।
সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার মো. আইয়ুব আলী ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন দৈনিক পূর্বকোণের রোকসারুল ইসলাম।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্যুরো প্রধান মিন্টু চৌধুরী ১০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন দৈনিক নতুন সময়ের ব্যুরো ইনচার্জ আলীউর রহমান।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম (১১৯), দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহ-সম্পাদক স ম ইব্রাহীম (১০৪ ভোট), দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী (৮৯) ও দৈনিক প্রতিদিনের সংবাদের ব্যুরো প্রধান কাজী আবুল মনসুর (৮৪ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন জালাল উদ্দিন আহমদ চৌধুরী, মো. নিযামউদ্দিন ও জাকির হোসেন লুলু।
পরবর্তীতে মূলতবি সাধারণ সভায় সভাপতিত্ব করেন দ্বিবার্ষিক সাধারণ সভার সভাপতি নওশের আলী খান। বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি কলিম সরওয়ার, নবনির্বাচিত সভাপতি আলহাজ আলী আব্বাস, বিদায়ী সাধারণ সম্পাদক শুকলাল দাশ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতাকারী এজাজ ইউসুফী।
রাত দশটায় বিদায়ী কমিটি নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন ।
Discussion about this post