চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্দ্যোগে কমিউনিটি পুলিশিং ডে -২০১৯ উদযাপনে প্রস্তুতি সভা সম্পন্ন
৭১ বাংলাদেশ প্রতিনিধিঃ১৯ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উদযাপন উপলক্ষে সিএমপির সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম আসন্ন কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ যথাযথভাবে উদযাপনে প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার) সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।