বিশেষ প্রতিনিধিঃনগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১ মে ১২৯ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের আরও ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রকাশিত রেজাল্ট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
তিনি জানান, মোট ১২৯ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ৬৯ জনের মধ্যে শুধুমাত্র একজন ফেনীর ছাগলনাইয়ার হলেও বাকি ৬৮ জন চট্টগ্রামের। চট্টগ্রামের এ ৬৮ জনের নগরীর বাসিন্দা হচ্ছে ৬১ জন এবং জেলার অন্য উপজেলার ৭ জন করোনা পজেটিভ রোগী রয়েছে।
উপজেলার মধ্যে সীতাকুণ্ডের দারোগার হাটের তিন জন, কর্ণফুলী, পটিয়া, ফটিকছড়ি ও সাতকানিয়ার ১ জন করে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ।