চট্টগ্রামের পাহাড়তলীর রেলওয়ের কারখানার সক্ষমতা বৃদ্ধি করে আধুনিক কারখানা হিসেবে রূপান্তরিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রেলের এ কারখানাটি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরির্দশনকালে চলমান নানাবিধ উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, এই কারখানর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এটিকে সক্ষমতা বৃদ্ধি করে আধুনিক কারখানা হিসেবে রূপান্তরিত করা সম্ভব।
তিনি বলেন, ২০০৭ সালে গৃহীত প্রকল্প খুব দ্রুততার সাথে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব কাজ দ্রুত শেষ করাও দরকার। তবে প্রকল্প সফল বাস্তবায়নের জন্য ভেরিয়েরশন প্রস্তাবটি অনুমোদনের ব্যবস্থা করে দিবেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।
এ সময় রেলওয়ের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী মো. আমজাদ হোসেন, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-আরএস) মো. শামসুজ্জামান, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ফারুক আহমেদ, এডিশনাল জিএম চন্দন কান্তি দাশ, আরটিএ’র রেক্টর রুহুল কাদের আজাদ, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আরিফুজ্জামান, সিওপিএস রাশেদা সুলতানা গণি, নিরাপত্তা বাহিনীর প্রধান (আরএনবি) মো. ইকবাল হোসেন, সিসিএস গোলাম আম্বিয়া, প্রধান বৈদ্যুতিক কর্মকর্তা আনোয়ার হোসেন, সিএমই মিজানুর রহমান, প্রধান স্টেট কর্মকর্তা ইসরাত রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।