ফয়সাল সিকদারঃচট্টগ্রামের সদরঘাট থানার আওতাধীন আইস ফ্যাক্টরী রোড় সংলগ্ন রেলওয়ের বেশ কিছু জায়গার উপর অবস্থিত বাস্তোহারা কলোনী। যেখানে বসবাস করছে একেবারে নিম্মশ্রেনীর কয়েকশ পরিবার।তাদের অনেকই রিক্সা চালক,ভ্যান চালক,আর বেশির ভাগই দিন মজুর। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অভাব অনটনের ফলে এখানে এসে কোন রকম মাাথা গুজার ঠাই নিয়েছে এই বস্তিতে। কিন্তু বস্তি দখলের নজর পড়লো কিছু দুস্কৃতিকারী ভুমি খেকোর,অর্থলোভী একটি মহলের,নাম প্রকাশে অনিচ্ছুক বস্তির বেশ কিছু বাসিন্দার অভিযোগ,দোকান মালিক সমিতির নাম ব্যাবহার করে কিছু প্রভাবশালী বাক্তি বাস্তোহারা কলোনী উচ্ছেদ করে অবৈধভাবে মার্কেট নির্মান করার চেস্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বস্তিবাসিন্দারা সাংবাদিকদের জানান,কিছু লোকজন বিভিন্নভাবে তাদের উচ্ছেদের হুমকি দিয়ে যাচ্ছে,তাহারা বস্তি না ছাড়লে মিথ্যা মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন,প্রয়োজনে লাঠি পেটা করে বস্তি খালি করাবে্ন। নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান বস্তিবাসিন্দারা ।
Discussion about this post