মঙ্গলবার সকালে সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয় এক কর্মশালা চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা এর সভাপতিত্বে অনুিষ্ঠত হয়। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সভায় চসিক স্বাস্থ্য শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, তৌফিক আহমদ চৌধুরী, মো. ইয়াছিন চৌধুরী আশু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, ফারজানা পারভীন, আফরোজা কালাম এবং স্থানীয় সরকার চট্টগ্রামের উপ পরিচালক ইয়াছমিন পারভীন থিবরিজি, সিভিল সার্জন চট্টগ্রাম ডা. আজিজুর রহমান, সচিব মোহাম্মদ আবুল হোসেন, ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. মোহাম্মদ আলী, ইউনিসেফ ফিল্ড অফিসার রমিজ দেবু ধর, শিশু সুরক্ষা কর্মকর্তা ফ্লোরা জেসমিন দীপা ও প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে বিনা ফিতে জন্ম-নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ে স্বাস্থ্য ও ইপিআই কর্মীরা শিশুর প্রথম টিকা প্রদানের সময় অবশ্যই শিশু জন্ম নিবন্ধন হয় তা নিশ্চিত করবে বলে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
Discussion about this post