চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বিএনপির ধানের শীর্ষের প্রার্থী ডা. শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে ঋণখেলাপি হওয়ায় বিএনপির আরেক প্রার্থী সামশুল আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ২ ডিসেম্বর রবিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এছাড়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ওয়ার্কার্স পার্টির মো. আবু হানিফ, কমিউনিস্ট পার্টির মৃণাল চৌধুরী, ইসলামিক ফ্রন্টের মো. ওয়াহেদ মুরাদ, ইসলামী আন্দোলনের শেখ আমজাদ আলী, ন্যাপের আলী নেওয়াজ খান, খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হকের।