বিশেষ প্রতিনিধিঃমহানবী হজরত মুহাম্মদ(সঃ) এর দুনিয়াতে শুভাগমন কে কেন্দ্র করে সারাবিশ্বের ন্যায় চট্টগ্রামে পালিত হয়েছে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সঃ)। আনজুমানে রহমানিয়া আহমদীয়া সুন্নিয়া ট্রাস্ট প্রতি বছরের ন্যায় এই বছরও জশনে জুলুছ আয়োজন করে। এই জুলুছে নেতৃত্ব দেন, দরবারে আলীয়া কাদেরিয়া ছিরিকোট শরীফের পীর ছাহেব আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল জিল্লুল আলীয়া।
১০ নভেম্বর সকাল ১০ টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা পাশে আলমগীর খানকাহ শরীফ থেকে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জুলুছের যাত্রা শুরু হয়। আলমগীর খানকাহ থেকে শুরু হওয়া জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, চকবাজার, প্যারেড কর্নার, সিরাজউদ্দৌলা সড়ক, আন্দরকিল্লা, চেরাগি পাহাড়, প্রেসক্লাব, কাজীর দেউড়ি, আলমাস মোড়, ওয়াসা, জিইসি, ২ নং গেইট, মুরাদপুর হয়ে জামেয়া মাদ্রাসা মাঠে মিলিত হয়। এর মধ্যে কাজীর দেউড়ি মোড়ে অস্থায়ী মঞ্চে হুজুর কেবলা বক্তব্য দেন ও দেশের শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন।
জুলুছে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি একদিন আগে জামেয়ায় অবস্থান করে এবং যারা চট্টগ্রামের আশেপাশে, তারা সকাল সকাল এসে জুলুছে যোগ দেয়।
আয়োজকরা জানান, এইবার জশনে জুলুছে প্রায় ৬০ লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছে। যা বিশ্বের অন্যতম বৃহৎ জুলুছ হিসেবে স্বীকৃত হয়েছে।
সকাল থেকে শুরু হওয়া জুলুছটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, জামেয়ার মাঠে শেষ হয়।
সকালে সূর্য্যের আলো দেখা গেলেও, দুপুরের দিকে সামান্য সামান্য গুড়িগুড়ি বৃষ্টি পড়লেও জুলুছে জমায়েত কোন বাধা হয়নি। ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্ত ভাবে জুলুছে অংশগ্রহণ করে।
জুলুসের বিশেষ গাড়িতে করে হুজুর কেবলার সঙ্গে ছিলেন শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ মাদ্দাজিল্লুহুল জিল্লুল আলীয়া ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ মাদ্দাজিল্লুহুল জিল্লুল আলীয়া।
জুলুছের মাহফিলে উপস্থিত ছিলেন, পিএইচপি চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, আনজুমানে রহমানিয়া আহমদীয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি আলহাজ্ব মো. সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক, এ্যাসিস্টান্ট জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাকের, প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি অধ্যাপক কাজী শামসুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার চেয়ারম্যান অধ্যাপক দিদারুল আলম, অধ্যক্ষ আল্লামা অসিয়র রহমান, গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ন মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার প্রমুখ।
জুলুছ ও মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন, আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ কেবলা মাদ্দাজিল্লুহুল জিল্লুল আলীয়া।