বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম কাজির দেউডির এনেক্স ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠানে ২ লাখ টাকা সমমূল্যের নকল হ্যান্ড স্যানিটাইজার, নকল হ্যান্ড রাব, নকল হ্যাক্সিসল জব্দ করে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নগরের কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের ৩য় তালায় এনেক্স ওয়ার্ল্ড ওয়াইড.কম প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার বলেন,কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের এনেক্স ওয়ার্ল্ড ওয়াইড.কম এ ড্রাগ অ্যাক্ট ১৯৪০ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ২ লাখ টাকা সমমূল্যের নকল হ্যান্ড স্যানিটাইজার, নকল হ্যান্ড রাব, নকল হ্যাক্সিসল জব্দ করা হয়। ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮বি -ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, যেগুলোর ডিএআর নম্বর ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোন নিবন্ধন নেই। নকল প্রোডাক্টগুলো প্রতিষ্ঠানটি এমএলএম এর মাধ্যমে বিক্রি করে প্রতারণা করে আসছিল। জেলা প্রশাসকের নির্দেশে জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।