চট্টগ্রাম নগরীতে ডিবি পুলিশের হাতে পিকআপ গাড়ি সহ আটক ১ডিবি বন্দর পশ্চিম বিভাগের টিম-৫২ কর্তৃক ১২৮০ কেজি চোরাই লোহার মেশিনারিজ এংগেল ও একটি পিকআপ গাড়ি সহ ১জন আসামি আটক।
মহানগর গোয়েন্দা বন্দর- পশিম বিভাগ এর পুলিশ পরিদর্শক মোঃনুরুজ্জামান, এর নেতৃত্বে সঙ্গীয় এ এস আই শিবু মজুমদার,এ এস আই মোঃ আলমগীর হোসেন সহ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় ২৯ ডিসেম্বর ২০২২ ইং সকাল ৬:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা চৌরাস্তা মোড়ের পশ্চিম পার্শ্বে নিউ গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামি মো: ফারুক কে ১২৮০ কেজি চোরাই লোহার মেশিনারিজ এংগেল ও একটি পিকআপ গাড়ি সহ আটক করা হয়।
সূত্র জানায় আটককৃত আসামী মোঃ ফারুক এবং পলাতক আসামি সুমন পরস্পর যোগ সাজসে চোরাই লোহার মেশিনারিজ এংগেল নিজ হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
সূত্র জানায় ঘটনা সংক্রান্তে সিএমপি পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয়েছে।