নুর উদ্দিনঃচট্টগ্রাম নগরীর ই পি জেড থানার পাশ্ববর্তী লেবার কলোনির পূর্ব পাশ্বে এন সি টি রাস্তার সংলগ্ন সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় ঘাতক কার্ভারভ্যানগাড়ি শাকিলার দুই পা ভেঙ্গে দিয়েছে,সূত্র জানায় গাড়ি চালক মোঃ আশিকুর রহমান (২২) বেপরোয়া ভাবে সরাসরি রিকশাকে ধাক্কা দিলে তাৎক্ষণিক রিকশা টি আরোহীদেরকে নিয়ে দুমড়ে মুচড়ে পড়ে যায়,নব গৃহবধু শাকিলা তার স্বামী মোঃ জাবেদ ও ভাতিজি ঈদে বেড়ানো জন্যে তার বড় নন্নসের বাড়ীতে যায় এবং ঈদ বেড়ানোর শেষে রিকশা যোগে বাড়ীতে আসার সময় পথের মধ্যে উক্ত দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনা তে সঙ্গে সঙ্গে নব গৃহবধুর দুই পা ভেঙ্গে যায় ।পরে ই পি জেড থানার এস আই মোঃ মেহরাজ ঘটনা স্তলে উপস্থিত হয়ে রিকশা্য় আরোহী আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা করার জন্য পাঠিয়ে দেন এবং কার্ভারভ্যান গাড়ি নন্বার চট্রমেট্রো-ট-১১-২৪৬৭ ও চালক কে আটক করে ই পি জেড থানায় নিয়ে আসেন ।বর্তমানে নব গৃহবধু শাকিলা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, জানাগেছে দুর্ঘটনায় শাকিলার দুই পা ভেঙ্গে গেছে তার বিবাহ বন্ধনের বয়স মাত্র দুই মাস ।সূত্র জানায় ড্রাইভার মোঃ আশিকুর রহমানের কোন লাইসেন্স নেই চালক লাইসেন্স বীহিন কার্ভারভ্যান গাড়ি চালাচ্ছিল ।বর্তমানে কার্ভারভ্যানগাড়ি চালক থানায় আটক রয়েছে ।
Discussion about this post