বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৮নং পাঠানটুলী ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কেক কেটে উদযাপন করা হয়েছে ।উক্ত বর্ণাঢ্য র্যালি আগ্রাবাদের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আাগ্রবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর চত্বরে এসে কেক কাটার মাধ্যমে শেষ হয় ।
শামশুল ইসলাম আবিদ এর সভাপতিত্বে এবং নাঈম ইসলাম হৃদয় এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিত বডুয়া সেতু,বিদ্যুৎ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মামুন জামশেদ,মহানগর ছাত্রলীগ নেতা আলী হোসেন রনি,ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, সদরঘাট থানা ছাত্রলীগের আহবায়ক আকবর হোসেন রাজন,যুগ্ন আহবায়ক আসিফ আলভি,সাজ্জাদ হোসেন, মোঃ শামীম হোসেন, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাসিম শিকদার, সদরঘাট থানা ছাত্রলীগের সদস্য মেহেদী হাসান জিয়া, শহীদুল ইসলাম সবুজ,জান্নাতুল ফেরদৌস ইসতা,২৮ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জাহিদুজ্জামান, মোঃ রবিন,ফয়সাল খাঁন সহ আরো অনেকে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার।
বক্তারা বলেন,বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্রলীগ নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে। পাশাপাশি ছাত্রলীগের গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে লালন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
Discussion about this post