জনতার কলামঃআবু তাহের সর্দার(মোগলটুলী বারকোয়াটার মহল্লা কমিটি চট্টগ্রাম)আসসালামু আলাইকুম, আমি অনেক দুঃখ ও কষ্টের সহিত কথা গুলো বলছি যে, এখন এ মহামারীর সময়ে প্রাইভেট ক্লিনিক ও ল্যাব গুলো যে ভাবে সাধারণ মানুষের উপর জুলুম শুরু করেছে তা মোটেও ভাল দিক নয়।
তারা হাসপাতালে কোন রুগী ভর্তি নিচ্ছে না। কোন ডাক্তার চেম্বারে বসছে না। অসুস্থ হলে সাধারণ মানুষ কোথায় যাবে ? এখন চট্টগ্রামের জন্য সকল প্রতিনিদিদের এই বিষয়ে কোন উদ্দেগ নেই,ফার্মেসী দোকানদার ঔষধের দাম ইচ্ছে করে দিগুণ নিচ্ছে। চট্টগ্রামের মানুষ এখন বড়ই অসহায়।
মৃত্যুর মিছিল আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে।এইভাবে আমরা বসে থাকলে এক সময় চট্রগ্রামে সব থাকবে কোন মানুষ থাকবে না। তাই আমি অবিলম্বে চট্টগ্রাম কে বাঁচানোর জন্য আমি একজন নগর বাইশ মহল্লার সদস্য হিসেবে নগর বাইশ মহল্লা কমিটির পক্ষ থেকে জোর প্রতিবাদ দাবি করছি।
এখন পুলিশ প্রশাসন ছাড়া আর কোন মানুষ আমাদেরকে বাঁচানোর জন্য কাজ করছে না। কিন্তু কি অপরাধ চট্রগ্রাম নগর বাসীর?
আমাদের মোগলটুলী বারকোয়াটার মহল্লা কমিটির বিশেষ অনুরোধ চট্টগ্রামের সকল জনপ্রতিনিধি ও চট্টগ্রাম নগর বাইশ মহল্লার সভাপতি হাজী ইউছুপ ভাই, সাধারণ সম্পাদক মাকসুদ সর্দার, সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক সর্দারের নিকট যাতে তাহারা আমাদের হয়ে উক্ত মহামারী থেকে চট্টগ্রামে এর মানুষ কে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
অনুরোধ ক্রমে
আবু তাহের সর্দার, মোগলটুলী বারকোয়াটার মহল্লা কমিটি চট্টগ্রাম
নিজেদের স্বার্থে সবাই শেয়ার করবেন।