৭১ বাংলাদেশ প্রতিবেদকঃসোমবার চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দীন বাজার, লোহাগাড়া ও হাটহাজারী উপজেলায় কয়েক হাজার ব্যবসায়ী লকডাউন প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ।
সোমবার দুপুরে নিউ মার্কেট মোড়ে হাজার হাজার ব্যবসায়ীরা সড়কে নেমে বিক্ষোভ সমাবেশ করেন । এতে বক্তব্য দেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব, সিনিয়র সহ সভাপতি সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাম্মেল হক প্রমুখ ।
তামাককুন্ডি লেইন বনিক সমিতির সাধারন সম্পাদক আহমেদ কবীর দুলাল জানান, তাদের সমিতির অধীনে ছোট বড় ১১০টি মার্কেট রয়েছে । সেইসব মার্কেটের ব্যবসায়ী সহ নিউমার্কেট, স্যানমার, ওশানসহ অনান্য মার্কেটের সমিতির সদস্যরা মিলে প্রায় ৫ হাজার ব্যবসায়ী বিক্ষোভে অংশ নিয়েছেন । তাদের একটাই দাবি স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খুলে দেওয়া হোক ।