চট্টগ্রাম চন্দনাইশ উপজেলায় চার হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
শনিবার (২৬ জুন) রাতে সাড়ে ১০টায় দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিনজন হলেন মোঃ শাহিন (৪০) মোঃ শাহ্ আলম (২৭) এবং মোঃ কাশেম (২৫)।
পুলিশ জানায়, দোহাজারী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন দোহাজারী পৌরসভা সদরস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাদের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৪-২২৪৩) জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।