চট্টগ্রাম চন্দনাইশ উপজেলায় চার হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
শনিবার (২৬ জুন) রাতে সাড়ে ১০টায় দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিনজন হলেন মোঃ শাহিন (৪০) মোঃ শাহ্ আলম (২৭) এবং মোঃ কাশেম (২৫)।
পুলিশ জানায়, দোহাজারী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন দোহাজারী পৌরসভা সদরস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাদের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৪-২২৪৩) জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
Discussion about this post