৭১ বাংলাদেশ প্রতিবেদকঃঘটনাস্থলে থাকা প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ এর সাংবাদিক বৃন্দ ।পশ্চিম পটিয়া কালারপোল পুলিশ ফাঁড়ি সংলগ্ন মোহাম্মদ নগর গ্রামের সাবেক চেয়ারম্যান আলহাজ মোজাম্মেল হক চৌধুরীর বাড়ীতে সকাল ৯টায় হামলার শিকার হয়।
সাংবাদিক হাজী জসীম উদ্দীন চট্রগ্রাম অনলাইন প্রেস ক্লাবের আজীবন সদস্য, দৈনিক দেশ বার্তার ও এমভি টিভি অনলাইন প্রকাশক, বিড়ি সংবাদ ৭১’র সহ সম্পাদক, তৃনমুল সাংবাদিক কল্যান পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিয়ক সম্পাদক এবং ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার সস্হার কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
সকালে তার বাড়ি ঘরে হামলা চালায় প্রতিবেশী কিছু কুচক্রীরা। তাতে ঘরের লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি করা হয় বলে জানান সাংবাদিক জসীম ঊদ্দীন। তিনি আরও বলেন, তাদের ঘরে পুরুষ শুন্য থাকায় মহিলাদের ঘরে আটকিয়ে সন্রাসী কায়দায় ভাংচুর ও তান্ডব চালায় এক ঘন্টা ধরে। সন্রাসীদের হাতে কিরিচ, শাবাল লোহার রড দেখে মহিলারা কান্নাকাটি করলেও সন্রাসীদের ভয়ে আসে পাশের কেউ বাহির হয়নি।
পৌতৃক জায়গা জমি নিয়ে আদালতে একাধিক মামলা নিস্পত্তি না হওয়ার আগেই অপরাধীরা হামলা চালিয়ে মহিলাদের মারধর করে বলে অভিযোগ করেন সাংবাদিক জসীম। এই ব্যাপারে সাংবাদিক জসীম ঊদ্দীন নিজের ঘরের নিরাপত্তা চেয়ে পটিয়া থানার ওসিকে ফোন করেন এবং অনেক সাংবাদিক ও ফোন করেন। ওসি সাথে সাথে পুলিশ ফোস পাঠান। তবে, থানা থেকে পুলিশ আসার আগেই সন্রাসীরা ভাংচুর ও লুটপাট করে চলে যায়।