৭১ বাংলাদেশ প্রতিনিধিঃসন্ধান পেতে রাস্তায় নেমেছেন তাঁর স্বজনসহ বিভিন্ন শ্রেনি-পেশার নেতৃবৃন্দ ও সর্বস্তরের সচেতন নাগরিক। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে মনিকা রাধার দ্রুত সন্ধান ও পরিবারের নিকট ফিরিয়ে দেবার দাবি জানান তারা। প্রশাসনের কোথায় গেলে মনিকার সন্ধান পাওয়া যাবে তা প্রশ্ন রাখেন বক্তারা। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ দাবি জানান। ‘চট্টগ্রামের বিক্ষুব্ধ নাগরিক সমাজ’ ব্যাণারে আয়োজিত এই সমাবেশে বক্তরা মনিকা রাধার নিখোঁজ হবার ২৩ দিন অতিবাহিত হবার পরও কেন তাকে উদ্ধার করা যায়নি তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন।
এসময় বক্তারা বলেন, কোন কোন ষড়যন্ত্র বা দুর্ঘটনায় না পড়লে একজন মানুষ ২৩ দিন যাবৎ এমনি এমনি হাওয়া হয়ে যেতে পারেনা। মনিকার সন্ধান পেতে আইনশৃঙ্খলাবাহিনী সহ তদন্তে নিয়োজিত বিভিন্ন সংস্থাকে আরো তৎপর হওয়ার আহবান জানান। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির কারণে এবং চলমান খুন, ধর্ষন-নির্যাতনসহ নারীর উপর সহিংসতার ধারাবাহিকতায় মনিকা রাধার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা সভায় বক্তারা শংকা প্রকাশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন লেখক ও প্রাবন্ধিক আবুল মোমেন, মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, চবি শিক্ষক ড. গনেশ চন্দ্র রায়, শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, নারী নেত্রী রেখা চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, কমিউনিস্ট পার্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্ত, যুব ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি রিপায়ন বড়ুয়া, মনিকার স্বামী দেবাশীষ বড়ুয়া দেবু, পরিবারের স্বজন মৌসুমী সেন, ছাত্র ইউয়িনের কেন্দ্রীয় নেতা অটল ভৌমিক, মেহেদী হাসান নোবেল, জন্মাষ্টমী উদযাপন অ্যাডভোকেট চন্দন তালুকদার, সমাজ সমীক্ষা সংঘের পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব, মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদিকা সিতারা শামীম, বীরকণ্যা প্রীতিলতা জন্মোৎসব উদযাপন পরিষদের মহাসচিব প্রকৌশলী পুলক বড়ুয়া, খেলাঘর চট্টগ্রামের সহ-সভাপতি অধ্যাপক রোজী সেন, মানবাধিকার কমিশন চট্টগ্রামের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, বাকবিশিস চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাশ, নগর পূজা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দু পাল, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, লোকনাথ সেবক ফোরামের সুদর্শন চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য চট্টগ্রামের লিটল জুয়েলস স্কুলের গানের শিক্ষিকা মনিকা বড়ুয়া রাধা (৪৬) গত ১২ এপ্রিল নগরীর লালখান বাজার এলাকা থেকে নিখোঁজ হন। পরদিন তার স্বামী দেবাশীষ বড়ুয়া নগরীর খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং-৬২২)। জিডি করার পর তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় গত ২৮ এপ্রিল দেবাশীষ বড়ুয়া একটি অপহরণ মামলা দায়ের করেন। কিন্তু আজ পর্যন্ত পুলিশ বা গোয়েন্দা সংস্থা মনিকার কোন হদিস দিতে পারেনি বলেন বক্তারা ।
Discussion about this post