বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রামের লোহাগাড়ায় ১৫শ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ এবং এ সময়ে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ।আটককৃতরা হলো কক্সবাজার জেলার রামু থানার রশিদনগর ইউনিয়নের দক্ষিণ নাছিরা পাড়া এলাকার মৃত শফিউল আকবর চৌধুরীর পুত্র ইরফান আকবর চৌধুরী(৪০) এবং কক্সবাজার সদরের ইদগাঁও ২নং ওয়ার্ডস্থ উত্তর মাইজ্যাপাড়া এলাকার মোঃ কালামিয়ার পুত্র মোঃ সিরাজুল হক (৪৫)।
সূত্র জানায় লোহাগাড়া থানার একটি পুলিশি টিম রবিবার (৫ জুলাই) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে চট্টগ্রাম অভিমুখী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় গাড়ী থেকে ১ হাজার ৫শত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে গাড়ীটি সহ তাদের থানা হেফাজতে নিয়ে আসা হয়।
লোহাগাড়া থানার (ওসি) জাকের হোসেন মাহমুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে ।